গুচ্ছের বাহিরেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। ° D ইউনিট: ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ৩টি সাবজেক্ট ও কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। থিওলজি ফ্যাকাল্টি দিয়ে স্বাধীনতার পরবর্তী প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ❝ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া'র ❞ যাত্রা শুরু হয়। তাই এই ফ্যাকাল্টির বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্ববিদ্যালয়ে। শুধু বাংলাদেশ নয় দক্ষিন এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একমাত্র স্বতন্ত্র থিওলজি ফ্যাকাল্টি যা ❝ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ❞ ছাড়া অন্য কোথাও নাই। যা পুরো দক্ষিন এশিয়াকে প্রতিনিধিত্ব করে। এই ফ্যাকাল্টিতে ভর্তির বিষয়ে কিছু কথা তুলে ধরা হলো— থিওলজি ফ্যাকাল্টিতে যে সকল ডিপার্টমেন্ট রয়েছে : ১ - আল কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ ২- আল হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ ৩- দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ এবং ৪- কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য। এই ইউনিটে মোট ১২০ নাম্বারের পরীক্ষা হয়ে থাকে।ভর্তি পরীক্ষার উপর ৮০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর ৪০ নাম্বার। প্রশ্নের ধরণ: এমসিকিউ(MCQ) পদ্ধতি। প্রশ্ন পত্রের মানবন্টনঃ ১. আল কুরআন —১৫ ২. আল-হাদীস —১৫ ৩. আরবি —১০ ৪. দাওয়াহ —১০ (ইসলামী দাওয়ার নিয়ম-পদ্ধতি) ৫. ফিকাহ —০৫ (ইসলামি আইনশাস্ত্র) ৬. ইসলাম শিক্ষা —০৫ ৭. ইসলামের ইতিহাস —০৫ ৮. বাংলা —০৫ ৯. ইংরেজী —০৫ ১০. সাধারণ জ্ঞান —০৫ এই ফ্যাকাল্টিতে ভর্তি যোগ্যতা: উচ্চমাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেকোন বিভাগের(আর্টস, সাইন্স, কমার্স, ভোকেশনাল) শিক্ষার্থী আবেদন করতে পারবে। যেমন: মাদ্রাসা, কলেজ ও কারিগরী বোর্ড। রেজাল্টের ধরনঃ-GPA ৪র্থ বিষয়সহ। মানবিক বিভাগ : 6.00( SSC:➤ 3.00, HSC:➤ 3.00 ) ব্যাবসা বিভাগ : 6:50 ( SSC:➤ 3.00, HSC:➤ 3.00) বিজ্ঞান বিভাগ : 8.00 ( SSC:➤ 3.50, HSS:➤ 3.50) কারিগরি: 6.75 ( SSC:➤ 3.25, HSC:➤ 3.25) বি.দ্র: গুচ্ছ পদ্ধতি চালু হওয়ার আগে এটি বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের অন্তর্ভুক্ত ছিলো। D ইউনিটের প্রশ্ন পদ্ধতি গুচ্ছের ব্যাতিক্রম হওয়ায় এই ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় নিজ তত্ত্বাবধানে নিয়ে থাকে। বিশেষত্ব: এই ফ্যাকাল্টিতে পড়ে আপনি BCS সহ জেনারেল যেকোন চাকরির আবেদন করতে পারবেন। ইসলামি ঘরানার গুলো আপনার জন্য তো নির্দিষ্ট আছেই।